সাদা মেঘদলের মাঝে শ্রাবণের কালো চঞ্চলা মেঘের মত তোমার চোখদুটিতে
কখন পথ ভুলেছি!
কখন বন্দী হয়েছি!
জানি নি কিছু শুধু জেনছি প্রাণ হৃদয় হরণ করা আছি আমি কোমল ছুটিতে
তোমার চোখদুটিতে।।
ঝরঝর শ্রাবণের ধারা ঝরার বেলায় খাল বিল নদী পাহাড়ে যে প্রশান্তি বিলায়
আমিও সে শান্তির পথে
তোমার হৃদয়ের রথে
তোমার চোখদুটিতে আমার জগৎ ভেবে থেকে যেতে চাই তোমার সুখ সৌন্দর্য সীমায়।।
নদী পাহাড়ে যে প্রশান্তি বিলায়।।
না হয় লুকিয়ে রেখো তোমার নাক ফুলটিতে,
না হয় তোমার ঢেউ খেলা চুলের খোঁপাটিতে।
না হয় তোমার চোখদুটিতে।।