জানি খাব বাঁশ,
যদি হয়
অটোপাশ।
পরিক্ষার চিন্তায়
কেটে যায় মাসের পর
মাস,
তবু দেওয়া হয় পরিক্ষা
নেওয়ার আশ্বাস।
মনে নেই সুখের আশ,
পরিক্ষার চিন্তায়
আটকে যায় নিঃশ্বাস,
নিজেকে মনে হয় যেন
জীবন্ত লাশ।


যদি হয় অটোপাশ
চাকরি হবে অর্থের দাস,
বেকারত্ব সমাজকে
করবে গ্রাস,
হয়ত সমাজে বেরে যাবে
সন্ত্রাস।
যদি না করা হয়
নিয়মিত দাত ব্রাশ,
পোকায় দাত করবে
গ্রাস।
তেমনি,
শিক্ষার্থীরা যদি
নিয়মিত না করে
ক্লাস,
মাদক ও ভিডিও গেম
আসক্তি করবে গ্রাস।
সমগ্র বিশ্বে যখন
করনার ভাইরাসের এাস
স্কুল পালানো
শিক্ষার্থীরা তখন চায়
অটোপাশ।