ওরা শরণার্থী
ওদের অনেক সাহায্যের দরকার,
ওরা আমাদের করুণা প্রার্থী
ওদেরও আছে বাঁচার অধিকার ।


আমরা পৃথিবীতে শান্তি চাই
ওদের কষ্টে রেখে কিভাবে পাবো শান্তি,
তারা যদি হতো আমাদের মা বোন ভাই
আমাদের উচিত তাই সুনজর দেওয়া তাদের প্রতি ।


তাদের কোথাও থাকিবার জায়গা নেই
তাই ছুটছে তারা অন্য দেশের তরে,
আমরা যদি ওদের আশ্রয় না দেই
তাইলে ওরা বাঁচবে কেমন করে ।


শরণার্থী ওরা নারী শিশু যুবক বৃদ্ধ
ছুটছে কাঁধে পুটলি বেধে অন্য কোন দেশে,
মাঝে মাঝে হয় কেউ সীমানারক্ষীর গুলিবিদ্ধ
তবুও চলছে তারা আগ্রাসী স্রোতে গা ভেঁসে ।


হায়! কত লোক যাচ্ছে মারা ক্ষুধায় অনাহারে
তাদের দেখার মতো কি কেউ নেই,
সভ্যজাতি বলি মুখে,‘মানুষ মানুষের তরে’
তবে ওদের বিপদে কেন আমরা না এগোই ।


বিশ্ব শান্তি রক্ষিতে আজি গড়েছি জাতিসংঘ
আমরা মানুষ যেন সবাই সবাইকে ভালোবাসি,
বন্ধ করেছি অনেক যুদ্ধ বিগ্রহ
এখন ওদের মুখেও ফোঁটাতে হবে হাঁসি ।


ওদের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত
রচিতে হবে, ‘মোদের সুখের আলয়’,
ভুলে গিয়ে সব হিংসা বিভেদ
ওদেরও জীবন ভরাতে হবে আলোয় ।