একাকি প্রাণে,নিদারুন অভিমানে
যখন বুকের উপরে বৃহৎ পাথরের ভারে
শ্বাস প্রশ্বাসে,তীব্র যন্ত্রনা,
এই বুঝি নিশ্বাস থেমে যাবে,চঞ্চল প্রাণ হবে
নিস্তেজ,কাতর, আমি কাতর ,পাথর আমি পাথর
তবু আমার দায় নেই,
একাকিত্বেই শুধু আমি
কেই আমায় দেখে সস্নেহে
এক ফোটা অশ্রু বির্সজন দেবেনা
বলবেনা তোর এ কি দশা?
কষ্ট হবেনা কারো।


একটি প্রাণ অকালে অবহেলায় ঝরে পড়লেও
বিশাল এ পৃথিবীর দায় নেই।
আর মানুষের ,সে কি আর বলতে হবে..
মিথ্যে সহানুভূতির অজুহাতে
মুখ ফুটে হয়তো বলেই বসলো
মরেছে বেশ ভালো হয়েছে..
পৃথিবীতে তাকে দেখার কেউ নেই
কেই নেই জগৎয়ে আপন।
হাঃ হাঃ হাঃ।


হায়! দুঃখ শুধু একটায়
আমার কেউ আপন ছিল না,আর
আমি।আমিও কারো আপন হতে পারিনাই।
অসমাপ্ত এ জীবনের এতটা সময়।
শুধু মিছে খেলা, খেলার প্রণয় বেলা চলে গেছে..।