আমার কথা মনে আছে নাকি সবায় গেছে ভুলে
আমার অবস্থান?
আমি কিন্তু ভুলি নাই কিছু করি নাই অভিমান।
মাতৃত্বের স্নেহের টানে এই যে দুরে থাকা
জীবন থেকে কিছু চাওয়া আঁড়াল করে রাখা।
চাইনি আমি মাতৃ সুধায় সিথিলতা ধরুক
আমার সোনার  সকল কাজে কারো ছাঁয়া পড়ুক।
তাই বলে ভুলিনাই কিছু একটু দুরে থাকা
এই জীবনের কিছু চাওয়া আড়াঁল করে রাখা।
আজকে আমি এলাম আবার সেই তোমাদের মাঝে
আমায় আবার ঠাঁই দিয়ে দাও এই তোমাদের মাঝে।
ভূলত্রুটি মোর ক্ষমা করে সহায়তা চাই কাজে।