ওহে নারী
তুমি কি জানোনা ? তুমি কত দামী।
সোনার চেয়ে ও দামী তুমি,হিরের চেয়েও দামী
তাই তোমাকেই চলতে পথে হতে হবে সাবধানী।


টাকা ভরা ব্যাগ,আর তোমাতে কত বল ব্যবধান?
দুটোতেই লাগে লোলপ দৃষ্টি,সপ্ন ভেঙ্গে খান খান।
তুমি বিধাতার স্রেষ্ঠ সৃষ্টির সুন্দর তম দান।


কিসের তরে মগ্ন হইয়া, হীন করো নিজ মান।
ক্ষনিকের সুখে আপনার বুকে,মেরনা বিষের ছুরি
তোমার জন্য পাগল এ ধরা প্রমান ভুরি ভুরি।


নিজেকে গুটাও বেহায়া হয়োনা,নিলাজ হীনা হেসে
জীবন টাকে করোনা তুচ্ছ,যেওনা হেলায় ভেসে।


সস্তা সাজে নিজেকে সেজে ,করোনা তুচ্ছ দাসী
পরিয়োনা আর ব্যথ প্রেমে অভিমানে মরণ ফাসি।


একই প্রক্রিয়ায় পুরুষ ও নারী সবাই এসেছে ভবে
কিসের জন্য অনাচার বল মানবে তুমি তবে ?


বিধাতা মোদের সৃষ্টি করিয়া,নিয়ম দিয়েছে বেঁধে
আমরা কেন সে নিয়ম ভাঙ্গিয়া,চলেছি বেহায়া বেঁশে।
তোমায় দেখিয়া হাসিলো পুরুষ,বলিল যাচ্ছে মাল
লজ্জা কি শুধু ?
খর্ব্বিত হল, সকল নারীর মান।


তুমি কি নারী, কেবলি নারী ? তুমি সন্মানি মা
তোমার খুশিতে জান্নাত মেলে,বিধাতার মহিমা।


আজকে তুমি আমি মিলে যদি,সব নারী করি পণ
মুছে যাবে এই সমাজ থেকে,ধষর্ণের গুঞ্জন।