অন্যায় এর অন্ধকারে
বন্দীপ্তের বদ্ধ ঘরে ,
বাঁধবে মোরে বলবে যাহা,
অত্মমনের সাধ্য ভুলে জলাঞ্জলের করবো তাহা!
বলি না না না শুনবোনা।
মানুষ আমি সৃষ্টি তারি
আছে হিম্মত বাহুবল
মনষে আছে রক্তি, শক্তি
ভক্তি পুজা, মুক্তির মহাপণ।
নহে নিস্প্রান অবিচল।
ওরে মানবোনা হার, হবোনা কভু
নিস্তেজ নিস্তরণ।
মোরে রাখবি কতই বাধিয়া গুটিয়া
রুখবি কত ক্ষণ
এই আমিতে জন্মিবে কত
হবে শত নবীনের শুভগমন
ওরা আসবে মহাকালে, মহা আয়োজনে
মুক্তির মহা মিছিলে
আমি হাসবো, হাসবো সে দিন
সকলের ভিড়ে, বাঁধন হীন এক স্বাধীন নিড়ে
সে দিন বাঁধবি কেমন করে
মরবি যে তোরা হিংসার ঘোরে
আপনার বিশে নিজে।
কোথাও পাবিনা দিশে
এখানে ও আমি সেখানেও আমি
আমারি কন্ঠসরে
সকলের দাবি এক হয়েছে
স্বাধীন স্লোগানে।