মনের কোনে মেঘ জমেছে
বৃষ্টি হলেই ভালো
কেটে যাবে বিপন্ন সেই
আধাঁর ভরা কালো।


কষ্টো গুলো শিলার মত
জমাট বেধে ঝরুক
মনের যত অশান্তি মোর
বিজলি হয়ে পড়ুক।


ঝড়ের মত উথাল পাতাল
হোকনা চাওয়া পাওয়া
ভুল ভ্রান্তি যাকনা উড়ে
হয়ে মাতাল হাওয়া।


উঠুক আবার মনের কোনে
ঝলমলিয়ে রবি
দুঃখের গোঁমট ভার সরে যাক
আঁকুক নতুন ছবি।


সুখের ছোয়ায় মনের কোনে
জাগুক নতুন আশা
নিরবতা ভেঙে ফুটুক
হাঁসি- খুঁশির ভাষা।


সময়-১০.৫ মিনিট
০৩-১১-২০১৬ইং