সময়ের দাম দিবো বলে ভেবে
সময়কে করি পার
মিনিটে মিনিটে ঘন্টা ফুরালো
কাটিলো আলো পূর্বাশার।


হায় হতাশায় শুন্যতা দেখি
সুখ চোরা হিয়া বঞ্চনা মাখি
একি তবে শুধু হার?
উথালে পাতালে কাদিল হৃদয়
নিয়তির হা হা কার।


ভাবিয়া কাদিয়া যতই চলেছি
সময়েই ভর করি
এ সময় ধরি বৃথা ব্যয় করি
আনাড়ী জীবন চলি,


সময়ে বসে সময়ের হিসাব
করিবো কত আর
রাখিব সময়  বাচিয়া এবার
করিবোনা বৃথা পার।


সজীব করিয়া হীন মনবল
সময় ধরিতে শেষে
স্বশক্তিতে বাধিনু লাগাম
সময় থামিল শেষে ।