সবাই যখন ঘুমিয়ে তখন
তোমরা কেন জেগে?
জেঠাই মশায় জিঞ্জাসিল
কঠিন রেগে মেগে।


রক্ত চোখের আগুন তাপে
ঝরছে  মুখে ঘাম
ভয়ে তখন যাচ্ছি মরে
বুঝতে না দিলাম।


সঞ্চায়িলাম অনেক সাহস
সিনা করে টান
যতই দাড়াই শক্ত করে
পা কাঁপে দুখান।


বলতে কথা ভুল হয়ে যাই
না বললে ও নয়
আমার যা হয় হোকনা তবু
অপুর তা না হয়।


দোষ করেছি আমিই তাকে
থাকতে বলে জেগে
কিসের সে আর যাত্রা দেখা
পড়লাম ধরা শেষে।


মা নেই ঘরে,বাবা ও তো সে
বলবেনা আজ কথা
অনেক চুরি করার পরে
পড়েছি আজ ধরা।


হবে এবার শক্ত বিচার
হয়তো দিবে মার
এবার প্রভু মাফ করে দাও
আমায় কর পার।