বাসনার নদী জল হীন আজি
বালুময় মরুচর
কত মায়াময় সোনা ছড়ানো
ছাড়িতে নাহী বল।
অতৃপ্ত আশা পায়নাতো ভাষা
বিবেকের দংশনে
সীমিত জীবনে আছে যা প্রয়োজনে
দেহে এবং মনে।
গরল পানে, সরল ভানে
জীবনের পথ চলা
কাঁন্না লুকায়ে হাসির আড়ালে
ভালো আছি মুখে বলা।
এক দুই নয় হাজারো হাসি
এভাবেই করে ছল
পরিবেশ পরিস্থিতির কারনে
লুকায় নয়নের জল।


২০/০১/২০১৭ইং
৯.১৮মিনিট