প্রতিক্ষণ কত ভাবনার ভাষা
করে তোলে অস্থির
স্বপ্নের জমা খড়-কুটো দিয়ে
বাঁধবো কবে সে নীড়।


ভাবি আর ভাবি সেই সুখ চাবি
খুলিবে কবে দার
প্রণয়ের দামে মিলিবে প্রণয়ী
রচিব অভিসার।


পালকের নিচে পাখির মত
রাখিবো আদরে জড়ে
ঠোঁটে করে এনে আহার করাবো
পরম যতন করে।


সারা দিন মান ব্যস্ততা ভিড়ে
কার ছোয়া রবে, ব্যাকুল অন্তরে
তীব্র আকর্ষণ
নীড়ে ফিরিবার তাড়া জাগে মনে
দুরন্ত মায়ার টান।


অস্থির হবে ভেবে মোরে প্রিয়া
পথ চেয়ে রবে দাড়ি
কখন ফিরিবে কর্ম কাতর
প্রিয়জন তার বাড়ি।


জল দিবে ঢেলে চরণের উপরে
হাতে রেখে হাত পাখা
মমতার পরশ ছোয়াবে বাতাশ
মুখে মধু হাসি মাখা।


সুধাবে আমারে কমল কন্ঠে
আজ বুঝি বড় বেশি?
পরিশ্রান্ত হয়েছো গো তুমি
বুঝেছি তোমারে দেখি?


মুছাবে আদরে অধরের ঘাম
সহসা শিহরে বসি
তৃপ্ত হইয়া চাহিবে চোখে
অনন্ত ভালোবাসি।