স্বাধীনতা তুমি এলে।
মাসে মাসে কত বছর পেরিয়ে
ফাগুনের রাঙা ভোরে
স্বাধীনতা তুমি এলে।


পাতিয়ে রেখেছি ঘাসের গালিচা
তোমাকে বসাবো বলে,
হাজারো ফুলের শ্রদ্ধা জানাই
তোমার চরণ মুলে
স্বাধীনতা তুমি এলে ।


দেখেছি তোমায় দু চোখ মেলে
শাপলা ফোটা ঝিলে
মায়ের অশ্রু বনের কাঁন্নায়
লোনা জলে স্নান করে
স্বাধীনতা তুমি এলে।


বাঙ্গালি চিত্তে বিদ্রোহী রঙে
হৃদয়ের ডানা মেলে
ফুল ফোটা এক শান্ত সকালে
কবিতার উপমা ধরে
স্বাধীনতা তুমি এলে।


আমার খোকা কত মালা গাঁথে
তোমাকে পরাবে বলে
ত্যাগের মহিমাই উৎসর্গিনী
ধন্য তোমাকে পেয়ে
স্বাধীনতা তুমি এলে।


লাশে লাশে হল ইস্তৃপ গড়া
মরেছিল কত ছেলে
রক্তধারায় নদীর স্রোতে
সবুজের অপলোকে
স্বাধীনতা তুমি এলে।


গ্রাম্য বধূর সার্থক গানে
রাখালি বাসির সুরে
দামাল ছেলের দস্যুপনা
কিশোরির মায়া নীড়ে,
স্বাধীনতা তুমি এলে।


তারুণ্যের বর্জ্য কন্ঠে
যুবকের প্রতিবাদে
নিপিড়ীত নির্যাতন শেষে
খুশির দুয়ার খুলে,
স্বাধীনতা তুমি এলে।


কত সোনা মুখ কত হাহাকারে
মায়ের অশ্রুজলে
অবুঝ শিশুর প্রশ্ন তোমাতে
এত দিন কোথা ছিলে ?
স্বাধীনতা তুমি এলে।