মায়ার বনে পড়লো ছায়া
নেই কারো আজ কাজ
       ফুল দিয়ে সব বাঁধছে তোড়া
কাল সকালের সাজ ।


   যেই দিনে মার দামাল ছেলে
সোনা মানিক চাঁদ
   রক্ত দিয়ে আনলো ফিরে
মাতৃভাষার তাজ ।


দাদীমার সেই কিচ্ছেঁ কথা
     পল্লী বধূর গানে
বাংলা ভাষার মাদল বাঁজে
           সবুজ সতেজ প্রাণে ।


এই ভাষাতে হানলে আঘাত
কাহার প্রাণে শয়
            কেমন করে সোনার ছেলে
হাত গুটিয়ে রয়।


কন্ঠে নিয়ে ভাষার ঝুলি
রাস্তায় বেঁধে দল
      রব উঠেছে বৃদ্ধ জোয়ান
সবায় সাথে চল ।
          
                 সেই সময়ে এই মিছিলে
করলো ওরা গুলি
   চিৎকার দিয়ে উঠলো উড়ে
        বাংলা মায়ের ধুলি ।


সেই থেকে আজ মায়ের বুকে
ছেলের হা ..হা কার
আনলো ওরায় জীবন দিয়ে
মায়ের মুখের গান ।