চৈত্র মাসের ভর দুপুরে
সবাই যখন ঘরে
দুষ্টামি যে ভর করিলো
দস্যি মেয়ের মনে।
চুপটি করে ঘুপটি বেধে
সবার অলোক মনে
বেরিয়ে এলো ঘর ছেড়ে সে
আম কাঁঠালের বনে।
এগাছ ওগাছ সে গাছ করে
জাম তলাতে এসে
জাম পেকেছে উল্লাসে মন
মগ্ন হয়ে নাচে।
এদিক ওদিক সে দিক দেখে
পায়না কারো সাড়া
সবাই যেন ঘুমিয়ে আছে
সেই তো বাধন হারা।
আস্তে করে উঠতে গিয়ে
ডালের ডগা লেগে
ক্ষিপ্ত হয়ে মৌমাছিরা
ধরলো তারে ছেয়ে।
পথ না পেয়ে দুষ্ট মেয়ে
যেই না দির ঝাপ
হুল ফুটালো ময়না কাঁটা
ওরে বাপরে বাপ।
কাদবে জোরে সেও তো না হয়
জানবে শেষে মালি
কিল ঘুসিতে বেদম প্রহার
ছুড়বে দিবে গালি।
তাই কি শুধু বাবার কাছে
নালিশ দিবে গিয়ে
রেগে বাবা মারবে দুচড়
বলবে দস্যি মেয়ে।
মা তো সে যাহ্, আচ্ছা রাগি
রক্ত চোখের ভাষা
ভাবতে গিয়েই তৃষ্ণা লাগে
কিযে হবে দশা।
হায় বিধাতা মাপ করে দাও
এবার কর পার
কান ধরছি এমন অন্যায়
করবোনা তো আর।