সং আর সার মিলে সংসার হয়
দুয়ের এক না থাকিলে সংসার নয়।
সংসারে হাসি খুশি আনন্দ রবে
ভালো মন্দর সমন্বয়ে সংসার হবে।
দুঃখের দাবানল ঝড়ের বেগে,
আসিবেই তবু তারে রুখিতে হবে
জীবনের হিসাবেও হবে গড় মিল
ধয্য ধরিয়া তাতে,খুশি রাখ দিল।
সংসারে নয় শুধু হিসেবের বেড়ি
বে হিসাবি রবে কিছু অতি বাড়াবাড়ি।
বাধনে শাসন ভরা কড়া পাহারায়
ভালোবাসাহীন ঘর সংসার নয়।
সংসারে দুজনার এক করো মন
আগে পিছে খুলে দাও শক্ত বাধন।
ছোট ছোট অভিমান কত অভিযোগ
খুশি মনে মানো তারে করো উপভোগ।
সংসার বলে লোকে কঠিন জগৎ
সংসারের ভালো কাজ সেও ইবাদত।