হৃদয়ের লুকোচুরির খেলায়
              খুঁজে পেয়েছি তোমায়।
          পরণে তোমার মেরুন শাড়ী
            ঠেঁটে  মুখে খুশির ছোঁয়া।
         নিঃস্তব হয়ে তাকিয়ে রইলাম
            ওর চঞ্চল নয়নের দিকে।
        খুঁজে চলেছি অনবরত এই নয়ণে
            হারানো ভালোবাসার সুর।
              খুঁজে পেয়েছি সেই সুর
                  ওর অন্তরালে।
              কতই না মধুর সেই সুর
        ভালোবাসার কলি হয়ে ফুঁটে আছে ওখানে।
                ছোঁয়ো না ছোঁয়া অভাবে।
        জান কি তুমি - হৃদয়ের মাঝে যে ফুল ফুঁটেছে
                 ফাগুনের উষ্ণ বাতাসে
                  তা র্মুজিহা পড়িবে।
         হৃদয়ে বয়ে আনবে হারানো সুরের
                  এই সিদ্ধবাতাস,
               তাহা তুমি সহিতে পারিবে না।
            ওরে থাম, থাম ওরে উষ্ণ বাতাস।
        হৃদয়ের ভেলায় রাশি রাশি সুরের দানায় ভরে গেছে
                শেষ না করা সুরের ভাষায়।
              তোমার এই সুরে খুঁজে পেয়েছি
                    সব গোপন মানে।
               তোমার দেখার স্মৃতি নিয়ে
                          একলা আমি যাব ফিরে !!!