চলো বন্ধু - চলো বন্ধু
       এই প্রকৃতির প্রান্তে চলো হারিয়ে যাই।
            যেতে পারি কিন্তু কোন যাবো,
            ভাবছি ফিরে যাওয়ায় ভালো।
      এতকাল ভালোবাসার সন্ধানে মেতেছি,
            ভালোবাসার হাত ধরে এতকাল।
এখন খোলা আকাশের নীচে নীরব তৃণভূমিতে দাঁড়ালে
                  প্রকৃতি ডাকতে থাকে
                    আয় - আয়- আয়।
               যেতে পারি তোমার সঙ্গে,
        প্রকৃতির যে কোন দিকে চলে যেতে পারি।
               কিন্তু কোন যাবো বলো তো।
     চর্তুদিকে প্রকৃতির অপরূপ ভালোবাসার মধ্যে পাবে
                এক অর্পূব শান্তির সন্ধান।
        মন চাইবে চলো হারিয়ে যাই প্রকৃতির প্রান্তে।
                 আর ফিরে যাবো না বন্ধু
              এই অর্পূব শান্তির সন্ধান ছেড়ে।
                   কিন্তু এখনি যাবো না,
             তোমাদের ও সঙ্গে নিয়ে যাবো।
                  চলো বন্ধু - চলো ব্ন্ধু,
          এই প্রকৃতির প্রান্তে চলো হারিয়ে যাই।।।