হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে ,


    কন্ঠে বিমলিন মালা ।
বিরহবিষে দহি বহি গল রয়নী ,
   নহি নহি আওল কালা ।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব ,
    বিফল এ পীরিতি লেহা —
বিফল রে এ মঝু জীবন যৌবন ,
    বিফল রে এ মঝু দেহা !
চল সখি গৃহ চল , মঞ্চ নয়নজল ,
    চল সখি চল গৃহকাজে ,
মালতিমালা রাখহ বালা ,
   ছি ছি সখি মরু মরু লাজে ।
সখি লো দারুণ আধিভরাতুর
    এ তরুণ যৌবন মোর ,
সখি লো দারুণ প্রণয়হলাহল
    জীবন করল অঘোর ।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী
    শ্যামক দরশন আশে ,
আকুল জীবন থেহ ন মানে ,
    অহরহ জ্বলত হুতাশে ।
    সজনি , সত্য কহি তোয় ,
খোয়াব কব হম শ্যামক প্রেম
    সদা ডর লাগয়ে মোয় ।
হিয়ে হিয়ে অব রাখত মাধব ,
    সো দিন আসব সখি রে -
বাত ন বোলবে , বদন ন হেরবে ,
     মরিব হলাহল ভখি রে ।
ঐস বৃথা ভয় না কর বালা ,
     ভানু নিবেদয় চরণে ,
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি ,
    নহি টুটে জীবনমরণে ।


(ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ)