আলপনা...


বিষাদের বিদ্রোহে, আড়মোড়া আলমারিতে, আমি
হাতিয়েছি, নিরবচ্ছিন্ন কিছু পুরানো আলাপন...
বৃষ্টি নামলে, মেঘগুলো কিঞ্চিত ঝড়ে গেলে, আমি সেগুলো খুঁজে দেখি...


আমাদের আমুদে মানবিক সংগ্রহ প্রচুর..কথা, ব্যথা..ডায়েরী..অলংকার... কিংবা তোমার আমার
প্রথম শরীরের আলাপন...আমাদের কিছুতেই কিছু গড়ে দেয়নি...যাতে, তোমার অনভুতীর সামান্যও আমাকে ছুঁয়ে দেয়, দেখ যেন মেঘের মত তরল..ও ঘোলাটে...


বয়সের ঘড়িতে জিন লাগাতে আমরা চাইনি.. বা চাওয়া যায়না.. লঞ্চঘাটে, জল ছুঁই চুই আবেগে, প্রথম আনাগোনা র ইতিহাস থেকে, আজ বেলা গড়ালে.. মানুষের মিছিলে তুমি ও আমি.. আমি তুমি হতে পারিনি...


কেউ কেউ বিষাদে নীলকণ্ঠ হতে চেয়ে, এক অস্তিত্বহীন সংলাপে জড়ায়, হাতে তার প্রিয় ব্যান্ডের জৌলুসে পানীয়..চোখে এক উল্লাসে র সমান্তরাল ধারা..যেন এই মাত্র আদরে ভরে গেছে দেহ.. মনে তার বিষ...অমৃত চুরি করে নিয়েছে... সমস্ত দেবতার অসুর... আমি তাদের দলে... নেই.. তাদের দলে.. তুমি নেই বলেই হয়ত...