আমি কি ভালো আছি?
ভালো থাকা কাকে বলে? ভালো থাকা কি ভালো খাওয়া, ভাল জামা ও পাজামা পড়া, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো স্বামী বা ভালো স্ত্রী ..

আমার কেমন জানি মনে হয়  এগুলো না থাকলে হয়তো ভালো থাকা যায় না..তবু এগুলো থাকলেও ভালো থাকা যায় কি? প্রথম প্রথম জামা ...বাড়ি,...গাড়ি ..স্ত্রী...স্বামী সব ভালো লাগে...তারপর সময় কাটানোর খেলায়... কাজ ...ঊপার্জণ...ব্যস্ততা .. মানবিক আশা ও ভালো থাকার মধ্যে এক সভ্যতা ক্রেন্দ্রিক সমঝোতা.

নাম হলে ভালো লাগে...হয়ত বেশ কিছুদিন এই উত্তেজক সুনাম ভালো লাগে, ভারী হওয়া নাম এর রেশ নেমে গেলে...সুনাম ঘিরে ফেলে ফাঁসের মতন...


ফাঁস কি ভালো লাগে? এই প্রবহমান অনিশ্চিত জীবন কি ভালো থাকার জন্য? ভালো থাকা কি সত্যিই জীবনের জন্য এক বিস্তীর্ণ ঝুঁকি? নাকি এই নেশার ঘোরে মানুষ রুপি নিজেকে উত্তেজিত রাখা?

সময়ের ব্যবহারে আমাদের সম্পর্ক যে সামাজিক ফাঁস বানিয়েছে... নিরন্তর সেই সময়ে দম চাই নেশার... যত ভাংগবে .. ততই যেন নেশা বেড়ে যায় ...