আমার একটুখানি আদর হারিয়ে গেছে
হৃদয় খোঁড়া দিন রাতের পাথেয়, বেনিয়মের
উল্লাসে কেমন উদাসীন থেকে থেকে আজ নিরুদ্দেশ.
খোঁজ করা বারণ, যেন সেই প্রাগৈতিহাসিক সেই এই নিয়ম.. বন্ধ করে রেখেছে আমার কিছু কিছু ইচ্ছের হামাগুড়ি.


সাড়ে তিন বছর যথার্থ যোগাযোগ নিয়মের ফাঁসে
কান্না হয়ে ঝড়ে পড়ত...আদর ..
বিবর্ণ কেমন লাল পাড়ে অগভীর চেতনায় বলত,
বুড়ো ... আমায় কেউ আর এভাবে ছোঁয় নি. ..
মানবিক কৌতূহলে আমাদের পাএর ছোঁয়া মুছে যাবে ভীরে..
দেখ ..চেয়ে যে ভাল থাকার পথ খোঁজার ভার পেয়েছিলে... কিছু কিছু মানুষের জীবনির ধার করা সম্ভাসনে...
ভেবে দেখ তারা কখনই তুমি ছিলে না...তাদের কখনই ছিলেম না আমি...
গোল্লাছুটের রাত.. ফিঁস ফিঁস স্বরবীতান.. কে যে ভাঙলো আর কে যে গড়ল..
সে হিসাবেও দেখে নেবে নিরুদ্দেশে গেছে চলে শুধু আমাদের আদর. ..
মানবিক প্রকল্পের দাম চুকতে শুধু আমাদের কিছু কিছু শব্দ আর আলোড়িত হয়না..
বৃষ্টির রাস্তায় সারা শরীর ভেজা ঘ্রাণে সেই আদর আর ফেরে না....
অশরীরী ঠিকানায়... মনেহয়... আবার অন্যজীবনে... অন্য কোনো অবতারে... নিশ্চয়... হারানো পথ শেষ হবে একদিন...