অনাচারী....


অবর্ণনীয় নিশ্চুপতায় আজ রাতেদের দোসর
পেরিয়ে যাচ্ছে বেনামী তারাদের কাছ ঘেঁসে
যেন নিয়মের ফাঁদে এই সেই পথচারী কাহিনী
এই সেই সন্তানের ঘুমে কাতর রম্য নগর..


টায়ারের চাপে ক্লান্ত রাস্তায় কাহাদের বাসর
আহা সংসারে আলো আসে, চাঁদের মত দূর থেকে
মানবী এবং মানবের প্রেমে, এই জাগতিক চলাফেরা
আজ কি ফেরারি মশগুল, নাকি এই তো ফিরে পাবা
অনন্য কি আবার দেবে স্নেহ শ্বেত অমৃতের, প্রেমিক কি সন্তান রূপে ফেরাবে সেই প্রেম...ঘন বন নক্ষত্র অদম্য আদিম কিছু বেঁচে থাকা...


গড়েছে পাথর সময়, এক সুবিশাল জড়ত্বে
তার ভাংগনে বিস্ময়! আহত অনাহত সমস্ত রৌদ্র দিন তবু চলেছে... পথের আলতে, খেলে যাচ্ছে নরম হাওয়া, চঞ্চল বৃষ্টি আর এক সমুদ্র খোলা আকাশ....
আগুনে ঝলসে যা গেছে, সে ছিল...আড়ম্বর....