মেঘে ঢাকা অনন্ত তোমার দিন
দেখ চেয়ে তোমার বিষাদ মনে শুধু এই ভার
যে গেছে সে যাক।


সে যেতেই পারে এমন তো কথা ছিল না
ভোর না হলেও রাত শেষ হবার রীতি জানা
কি ছিল, আগে থেকে, আগের অনেক অনেক
প্রেম এমনকি ছিল বেনো ! অর্ধমৃত !


তোমার নাগালে আছে, এক খণ্ড অনবরত
দুখের সোপান, তুমি সমস্ত দিনলিপি মুছে
দিয়ে, একহাতে শ্মশানের দাহ জ্বালাবে !
এ তোমার ইচ্ছে, নয় কোন অকারণ বাধ্যকতা !


মানবিক মেঘে ঢাকা তোমার বুক, তাই
এ বিষাদ নামেনা সহজে।