আবার ভুল নির্বাচন, হৃদয়ের সমস্ত শিথিলতায়
এলিয়ে পরা বেঁচে থাকায় সাপের মত জড়িয়ে ধরে ভুল।
বিচ্ছিন্ন কোন অভ্যাস নয়, ক্রমাগত নির্বাচনে
ভোতা হওয়া মানবিক বোধে আর কোন চেতনা আসেনা


মৃত সভ্যতার এক সহস্র নাগরিকের থেকে শিখে আসা
এ জীবন বোধ নয়, তবু জানি কোথাও নিজের না হতে পারায়
যে প্রেমিকার সারিবদ্ধ প্রেমে মন কিছুতেই বুড়ে হয় না
সে প্রেমিকা আমার নির্বাচনের বাইরেই থাকে... পরকীয়ার
অত্যন্ত উল্লাসে মন কিছু কিছু মুহূর্ত মেতে উঠলেও ... এই প্রেম
আমাকে আর টানে না... পরকীয়ায় আমার শরীর শুধু না
মন ও পচে গেছে ... তবু এই সংজ্ঞা নির্ভর আস্তানায়
তার মুখে দেখি পরাক্রম অনধিকারের অ আ ক খ...
মুহূর্তের সুখে বয়স বেড়ে গেলে... নিজের বলে আর কিছুই থাকে না


দখল হওয়া হৃদয়ে রেশনের মত গ্যলপ চলে, আজ আমি
কাল সে... পিং পং উত্তেজনায় ক্রমাগত আমাকে শোনায়
"আর না" এবার থামি।  


তার না গুলো হৃদয়ের খোঁচা খাওয়া দহন...যে ঝরনায় তার কষ্ট
বয়ে চলে... কুল কুল, সেখানে আমি কিছুতেই তা দেইনা
শুধু শব্দের প্রলেপে তাকে দুএকবার শুধাই বটে, " কষ্ট পেওনা"
নীলা চোখে আমি দেখি... আমাকে সে একবার দুরে রাখে
একবার কাছে টানে... অজস্র সমুদ্র ঢেউয়ে সে নেতিয়ে পরার আগে
যতদূর চোখ গেলে... রাস্তা আর রাস্তা ...সে হাঁটতে থাকে... মনে মনে
সেই শেষ না হওয়া রাস্তায়...একদিকে আমি ... আর একদিকে সে...