আজ বিকেলের রোদে ভিজে গেছে প্রেম
কতগুলো অনাদরে ঢাকা আবদার
চোখ তুলে তাকিয়েই সরে গেছে
এই মুখ তার ভাললাগেনি কখনো !


আমার মুখে একদল মানুষ ভিড় করে
রং এঁকে দিয়েছিল অনবরত, সে সব
উবে গেছে, এখন বিবর্ণ অস্তিত্বের
খোদাই খুঁজে সেলাই করি চলি


কথা বাড়ে না, তবু কথা বলে চলি এক ভাবে
একই কথা দীর্ঘক্ষণ যন্ত্রের মত, তারপর
বৃষ্টি থামলে হেঁটে হেঁটে ছায়ার মত
কালো হয়ে যাই, ক্রমশ কালো রাতে !


আমাদের প্রেমে কেন দীর্ঘ বিলাপে এত সময়
ফুস করে পালালও জীবন থেকে সে প্রশ্ন করি
তুমি কি রাত জেগে, আমাদের জাগা রাতে
দেখেছ আজ বিকেলের রোদ এতটুকুও !
কেন এত একলা করে ভিজে ছিল
বৃষ্টি এলে আমাদের প্রেম বড় বাড়ে।