ক্রমাগত রাত্র হতে চেয়েছি,কালো মহুলের মত
এক ঝাঁক জেগেথাকা ভালবাসায়, সওদা হতে
চেয়েছি।


সমস্ত পাখিগুলো আজ আর প্রহরী নয়,
ঝুলে থাকা তারাগুলো বুকেতে রাখেনি আলো,
ক্রমাগত অন্ধকার হাঁটু গেড়ে
সওদা হয়েছে ভালবাসায়।


এই সকল কালোরাতেই, রক্তে ভিজেছে স্নেহ
এতকাল কথাদেওয়া শান্তির লড়াই লড়ে
আর রাখেনি দেহ তাকে ধরে


সবগুলো এলোমেলো হতে পারে হোক
রাত্রি সে নত থাকে ঝলমলে শোক
শাপের মতন দাঁড়ায় মানবতার ঘোরে
সংখ্যা তার নিতান্তই অশনি কাতরে,


শোক মিছিলে দেখি সন্তানের মা, বাবা হাঁটেন
মনে হয়, বিজয় মিছিল কিছু আলাদা ছিলনা
তবু ক্লান্ত পাগুলো রাতে পরে ঢাকা, নর্দমার
কালো জল আরো কালো হয়, সে রকম রাতে
আমি আরো চাই রাত,আমার বুক বেয়ে
একরাত দুই রাত ক্রমাগত রাত!