বাসে ঝুলে ঝুলে ক্লান্ত সন্ধ্যা পেরলেই
বাড়ি ফেরার তাড়ায় পা বাড়াই
ফিরতে হবে, ঝরনার বিনত জলের নিচে
এক কাপ চা কিংবা রোজকার ঘরের
হাসি কান্নার অব্যতিক্রমী আলোচনায়
ফিরতে হবে

ঘরে ফেরার তাড়াতেই কি ঘর হয়েছিল
নাকি একটা নিশ্চিন্ত অস্তিত্বের হাতছানি
২৪ ঘণ্টার জুলুমে কবেই নিয়েছিল দখল
রাস্তা পেরোতে পেরোতেই পেরোনো পথ
ফুরিয়ে যাওয়ার অভ্যাস সে কবে থেকে
যেন পথ না ফুরলেই হুসিয়ারী ভয়,তাড়া ।
ফিরতে হবে


ফিরতে হবেই কি তোমার শরীরে গন্ধ জেগে আছে বলে
নাকি গন্ধ চিনেছি বলে, এতকাল ধরে, মানুষের মত
তোমার কাছে সবগুলো রাতের ফেরাতে সমস্ত ধারগুলো
মিটে যাওয়ার ভীষণ দুর্বলতাগুলো ক্রমশ মুছে যায়
ফিরতে হবে।


আবার পথে বেরোলে একটা চরম ফিরে আসার অঙ্গিকার  
ঝাপটে ধরে, এক পা দুপা করে পথিক হয়েও সেই মেপে
ঝুলন্ত বাসে প্রত্নতাত্ত্বিক ভবিষ্যতের দরদে পুড়ে পা বাড়াই
বাড়ীর দিকে, সন্ধ্যে হলেই বাড়ী ফিরতে ভাল লাগে।