এই ভাবেই প্রদীপ নিভিয়া গেলো
সন্মুখে বিপ্রতীপ অবজ্ঞায়, লজ্জিত
ইচ্ছাগুলো আর কোন ঈশারা না পাইয়া
রুধির ধারা হইয়া বহিয়া গেল, মানুষের পিতল শরীরে
ক্রোধের অবলম্বনে আল্লাহ বা ঈশ্বর ক্রমাগত বিফল হইয়া
বিচারকের পোশাক খুলিতে চাহিয়াও খুলিতে পারিতেছে না
ধর্মের ভয়, সমস্ত অশনি রাজনীতির প্রেমকে আর পরাজিত করিতে পারিবে না ।


ইহা কি যে আল্লাহ বা ঈশ্বর বানাইয়াছিল তাহারও চিন্তায় ছিল
পরম শক্তিমানের ওপর তোষামোদি না করিলে, সেই শাস্তি সেই
চরম শক্তিমানেরই বিধান দেওয়াই সংগত না হইয়া, হইয়া উঠিবে গজনীর
তারস্বরে ফতোয়ার প্রত্যেকটি কুটিল ব্যক্তিবর্গের আল্লাহ হইয়া উঠিবার তোরজোড়ে ?


রুধির সস্তা ধারায়, নর্দমার কালো পানি লাল হইবার
জন্যই কি আল্লাহ বা ঈশ্বর থাকুক বা না থাকুক কি বা আসে যায়
যাহার ভিতর প্রেমের অনল বা প্রেমের কুশল কিছুই অবশিষ্ট নাই,
তাহার বিচার এই মাটি ফুল হাওয়ায় ছাড়িয়া দিলে কি বা ক্ষতি !