একটা ভয় জড়িয়ে ধরে ক্রমাগত
রাতে দুপুরে সকালে সবসময়ই


সেই বয়স না গড়ানো বোঝাপড়া নিয়ে,
যারা বেশ কিছু দিনরাত বেশি
এই পৃথিবীর সয়েছে, তাদের নিয়ে ।
ক্রমাগত ঘুরে বেড়ানো ভাবনা দিয়ে
যারা এতকাল এই মানুষের শীতল  
যুগান্তের পর যুগান্তে মিলিয়েছে ...শান্তি


শান্তি ক্রমশই এক বিস্তর আলোচনা হয়ে
ভয়ের বিবরণে আটকে যাচ্ছে, একদল মানুষ
শান্তির জন্যই ভয় বিক্রির দলে ভীর করে
এক নতুন শান্তির হদিশ দিচ্ছে ...


এই নতুন শান্তিও ভয় আনছে
বন্দুকের বারুদে রাষ্ট্রের ভদ্রতা মেপে মেপে
বিদায়ি সভ্যতার প্রতি কলরবের ধারে
দিন রাতে নগর থেকে গ্রাম সর্বত্র
এক রূপান্তরে, মানুষের সর্বজ্ঞ হয়ে ওঠায়...


এক একটা দিন যায়
আর পরিচিত মুখ গুলো ভাষা হারায়
স্বাধীনতার বুকে এক তেজস্ক্রিয় বাঁধায়
আমার সব শিশু পরাধীনতায়
ভয় পায়।