একটা বিপক্ষের পথ থেকেই
সকাল হোক এই বৃহত্তর অন্ধকারে
কাঁধেতে হাত রেখেই পেরোনো যাক
কিছু কিছু সংজ্ঞা - এই জীবন থেকেই শেখা ।


চার রত্তি সুখের খড়কুটোয়, জোরে
বাতাস এলেই, বিব্রত শাড়ির গরিবিতে
ভাল হওয়ার সমস্ত যুক্তিগুলো কেমন
রক্তের মধ্যেই আরও রক্তাক্ত করে,
বুলেট হানে - ! বুলেটের অধিকার কাদের?


ওই সব সম-সুযোগের বিজ্ঞাপনে, নাকি
উত্তরাধিকার সম্পদ অর্জিত হবার সুযোগে ?
বুলেটের ভাগে সামিয়ানা আইন, এবার ছিঁড়ে ফেলা হোক


মেহনতের চামড়ায় জ্ঞানের সূচ আর কত ফুটবে?
জ্ঞানের আড়ালেই সভ্যতা পর সভ্যতা ভরে গেছে গরিব আর গরিবিতে
এবার জ্ঞানের বিচারে মেহনতের খুন বন্ধ হোক
একটা বিপক্ষের পথ থেকেই
সমস্ত বিত্তবানের বুকে বুলেটের ঝরনা হোক ...