মানুষের মুখ দেখতে চাই একবার
কোন ধনি গরীব বা পদাতিকের নয়,
ছত্রিশটা বছরের পথ হেটে হেটে আজ
জনান্তিক কারাগার আর ফাঁকা উদ্যানের
পথে, মানবিক বিশ্লেষণ খুঁজেছি, সমাদরে
সমাদরের বিকপ্লতায়, নিশ্চয়ই তাকে বিচার
বলেছে এযাবৎ ইতিহাস, যারা চলেগেছে আরও
যারা যাবে চলে, সময় বা সময়ান্তরে সকলের


পেয়েছি, এক বিস্ময় করা আন্দোলন কিংবা এ-রমকই
কিছু বিশ্বাস মরূদ্যান থেকে এই আলোকিত জলও তুষারের
বন্যায় পাড়ে ভেসে থাকা, সাধারণ অতি সাধারণ মানুষের ফসিল
এরা কারা, কাদের মুখে শুধু সাধারণ হয়েই বেঁচে থাকার বোধ,
এরা কারা, যদের নিত্য চলেছে এক অপরিমেয় মানবিক উল্লাসের ব্যয়ে
এরা কারা, যাদের কাতর চামড়ায় অর্থের শুকনো ঘ্রাণ ক্রমাগত
ন্যায় অন্যায় বোধের পাহারে চেপেছে লক্ষ জীবন !


মানুষের বিকপ্ল বিশ্বাসে কখনই অন্যায় থেকে বেরনো যেতে পারেনা
স্বাভাবিক চেতনায় আজ দারিদ্রের ছাপ তাদের
এক চূড়ান্ত ওই ভাবে জীবনের বোধ থেকেই,
থু থু চাটার নিয়মে ।
রক্তের মধ্যেই বেসেছে এই বেঁচে থাকার এক নিয়ম
চেয়ে দেখ হাজার হাজার বছর পরেও সেই মুখ গুলো রাস্তার দুপাশে
বন্যতা ভিক্ষার বাসর রাতে, রাতের পর রাত শ্রম হারায় ।


মানুষ দেখতে চাই একবার ... কোন দরিদ্র ভিক্ষুককে নয়...