ভীষণ কিছু আছে নিশ্চয়, সময় থেমে থাকা
এই বিশ্বাস আর নিরন্তর মনে করা, এবার বুঝি
সব ঠিক হয়ে যাবে, চোখে মুখের এই দেখা বলা দেশ
এবার বুঝি কিছুদিন অন্তত আর একবারও জ্বলবে  না
কাঁচা কাঁচা শরীর, রক্ত মাখা হাত বুক আর আস্ত মানুষ


শিশিরে লেগে থাকে কিছু ছোপ ছোপ আতর ঢাকা
বিদেহী অস্তিত্বের লেপন কাহিনী, শোনা শোনা তবু
রোজ ভাবি এরা কারা, এরাও তো মানুষ, মানে এদের
রক্ত না ঝরলেও এরা মরে যাবে একদিন । এই বাতাস
আলো আর ঝিরে ঝিরে অন্ধকারে কারও মুখ থাকেনি
থাকেনি এমন করে চিরকাল, অন্ধকারে তাকেও তো নেবে ডেকে।


তবু বিশুদ্ধ আকাশে একের পরে এক শর যান, অভিযান
হদিশ নিয়ে, এক প্রতিযোগিতার সে কি অবিশ্বাস্য বেগ
কার চেয়ে কে বেশি আরাম করে এই আলো ভোগ করে
ভাগ করে নিতে পারে খনিজ আর পদার্থ যা আছে, দরে।
মূল্যবান বাস্তব নিয়ে একের পর এক সাম্মানিক আদায়ে
মানুষগুলো হারিয়ে যায়, পোড়া পাউরুটির মত, সাদা কালো
কালশিটের উপচারে, এই প্রতিযোগিতা মূলক ভাল থাকার
এই উপঢৌকন মূলক সেলাম করে করে, এক জীবন পার করা


এরা কারা, কাদের এত সেলামে মন ভরে যায়, এত বেহেস্ত বা সর্গের
জায়গা কি ভরপুর মানুষে এরকমই রক্তাক্ত হয়ে চলছে, জেহাদ বাঁচায়।