তবু কেউ কেউ কিছু তো কথা বলে
মনে হয়, কতদিন জমে ছিল বুকে, সময়
কি মাপা যায়, সেভাবে যেভাবে ভেবে ভেবে
কথাগুলো বলেছিল কেউ কেউ বা কেউই না ।


অভিযোগ এবং অনুভবের সকল মূল্য
চুকাতে চুকাতে, আমাদের পর্যাপ্ত জীবনে
এ সময় ধরে যে সকল ব্যর্থতা আজ স্বীকৃত
তারা সব এলো কোথা থেকে, আমাদের ব্যর্থতাও
কি আমাদের সফলতার মত এত সীমিত নাকি
সেও কথার কথা হয়ে, দাঁড়ীয়ে থাকে, সময়ই ভুলে


কেউ কথা গুলো বলুক বা না বলুক,
এস আজ মুখ খুলে বুক খুলে সময় থামাই
যা হবে, তা এখনি চাই, আমার যে আগামী নেই ...
কারো কি আগামী নিশ্চিত থেকে থাকে?