কেমন এক প্রতিবাদ এসেছে আজ
গাড় লাল হাতিয়ার ধোঁয়া বারুদে
এক এক করে, প্রাণগুলো, কিছুক্ষণ
আগেও যারা মানুষের মত শ্বাস আলো
বেছে বেছে বোধ নিয়ে ছিল, আজ তারা
কতগুলো পেশা বাদি খবরের ভয়ংকর ছোবলে
ফ্যাকাসে ফ্যাকাসে হতে হতে মৃত বাদামি


আমার সন্তান রাজপথে হাঁটা রাজা হতে চেয়েছে
নিশ্চয়, যে কেউ রাজা হলে কি এমন পাল্টে যায়!
এত শোষক হবার বীর্য তার শরীরে কোন রাজা
ঢেলেছে সভ্যতার আতুর ঘরে, ঘ্যান ঘ্যানে মানবিক
বিকার তার সারা শরীর জুড়ে শুধু প্রতিবাদ প্রতিবাদে
তাপমাত্রা বাড়ে রক্ত যত ঝরে, শাসনে, অনশনে ।


পাল্টাতে চাই কি হাতিয়ার, নাকি সেই একই অস্ত্র ভয় সম্বল
অস্তিত্বের তরবারি বীরত্বে আমাদের সন্তান আরও
একবার শাসক হবে, আরও একবার রাজা, শতাব্দীর রক্তে
প্রতিবাদ ভার করে ভরে দেবে সেই প্রথা শাসক হবার ষড়যন্ত্র
সমস্ত বিপ্লব শুধু সিংহাসন হস্তান্তর হয়ে, কালো কালো রক্তে
পথ গুলো ভরে দেয়, এক একশত সহস্র বিপ্লবী শাসকে!


এ বড় বিস্ময়, প্রতিবাদ এসেছে আজ ঘিরে
তোমার আমার ঘরে, নীল আরও ঘন নীল
অমৃত কিছুদিন বলেছি তাকে, আজ বিষ
বিষের স্বাদে শরীরে বারুদ,খবরে খবরে।