তোমাকে ভুলিয়ে রাখা যায়, ভেবে দেখ
এই শিতে তলিয়ে যেতে যেতে, এক নিঃশ্বাস
আলো আর আলেয়ার হাত ধরে, প্রণতি করে
জানিয়ে ছিলাম নাকি তুমি জেনেছিলে !


সময় কম বলে আর সময় নিয়ে তোমায়
অযথা ভাবাই কি করে? হুট খোলা গাড়ীর
লাল শব্দে ভিক্টোরিয়ার চূড়ায় অন্ধকার খেলা করে
আর ভাবি কি ভাবে এমন করে চলে যেতে হয় ?


কিভাবে যেতে যেতে ফিরে আসার কামনা
আমৃত্যু কান্নার জলে ভাসে, মনে হয়, চুল খোলা
মেঘে আমাকে মেপে মেপে সম্বরণ করেছে বাঁচার কিছু রেশ
সেই বেশ, অমনিবাসের নেশায় বুদ হয়ে থাকা


আমি যেতে যেতে ফিরে আসি বলেই,
কোনদিন ফিরে আসা হয় না তেমন করে আর !