একটা ভূতুরে সভ্যতার নাগরিক সম্মেলন ।
সংবিধান চলছে, নিজের ভাষাতে লেখা শব্দে ।
যাবতীয় এযাবৎ অর্থনীতির নির্বাচিত সম্পদের
মাত্রায় কেউ ধনি কেউ গরীব প্রক্রিয়ার
বাজেয়াপ্ত করন নিশ্চিত, সকলেই ভালো থাকা
অন্ন বস্ত্র বাসস্থানে, বিলাসিতার শাস্তি নিতে সম্মত।


আইনের প্রয়োগ না হলেই শাস্তি,
আইন রদে - বিতর্ক চাই ই.  চাই. ।
সকলেই বিভিন্ন হবে বেঁচে থাকায়, হতেই পারে ।
ভালভাবে বেঁচে থাকার সংজ্ঞা গুলো বেআইনি, বাজেয়াপ্ত।
যে কোন আবিষ্কার বিতরণ, যার প্রয়োজন...।
আবিষ্কার সার্থক বিতরণে, না হলেই শাস্তি ।
নির্বাচিত প্রক্রিয়াকরণ নিষিদ্ধ ।


একটা ভূতুরে সভ্যতার সংবিধান -
ধর্মের প্রয়োজন দেখে না, তাই
ধর্ম নিষিদ্ধ সর্বস্তরে।


সংবিধান  নিরেট বা চরম নয়
পালটাবে যুগে যুগে ...ভূতুরে সভ্যতা।