এক ঝাঁক রোদ্দুর কবরে ঢুকে গেছে যেন কবে,
আমার পরিচিত শরীরের বর্ণ নিয়ে
মাটিতে গন্ধ নিলেই দেখা যায়, হাড়ের
শুকনো শূন্যতা...সবই আধুনিক থেকে
আরও কাল পেরিয়ে আধুনিকতর হয়েও., পচে গেছে...


বিকল্প সংলাপে সেই সন্ধ্যে থেকে ভোর গড়ালে
জলের মত শরীর ছুঁয়ে এত রাগ এত মান এত
ক্ষোভ তুমি সযত্নে কি রেখে দিলে কবরে !
সাধারণ তোমার অসাধারণ হওয়ার সমস্ত
উপপাদ্য কেমন সারাংশ হীন হয়ে, গলে গেছে ...
পচে গেছে যুগে ,এক অসম আন্দোলনে ... তুমি গরীব ...


দশ পাঁচটা ধর্মের শত দলিয় রক্ত তোমার ফুসফুস ছুতে পারেনি
তোমার অশনি ধমনীর সমস্ত ধাবমান কণা মানবিক হলেও
তোমার বিচারে সেই অক্ষত অসমতার কামানগুলো জ্বলেছে
জ্বলছে শ্রম-অবমূল্যায়নে তোমার চক্রান্তের স্বাভাবিক চেতনা ...।


দৌড় শুরু হলে, কেউতো একটুও কম বেশি দূরত্ব পেরবার
বিচার করে, কবরে যেতে হবে ভাবেনি, তালে ... এমন কি
শুরু যা বিভিন্ন তবু...ইতিহাসের পর ইতিহাসে ... এ কেমন
অর্থনীতির ছোবল... সাধারণের শুরুটাই... নেই... পচে গেছে..