বাদামি ধুলায়,শুয়ে আছে স্মৃতি, নকশি পিঠার স্মৃতি
এক বুক পুরাতন সোহাগ আর পুরাতন বোধ,
মা বলতেন " ভাল হতে হবে", মায়ের বোধও
সেই ইচ্ছেতেই নকশী হয়ে, বুকে মুখে সর্বত্র
বসে গেছে, গেঁথে গেছে, আমার ধুলোর রক্তে !


এক বুক ধুলোর বিষে আমায় শুইয়ে
দিতে পার, যদি রাজার পোষাকে থাকে ঢাকা
শরীর, তারা খসা নিশ্চিত শ্রমহীনতার পরেও
আন্দোলিত স্লোগানে শুধু গুণগান আর তোষামোদ
যাকে রাজনীতি বলাচলে, মা জানতেন না...
ভাল হওয়াটাই রাজনীতি... রাজা ভাল হতে শেখান বলেই
রাজত্ব চলে ধুলোর পর্দা ভেদ করে, আরও ভবিষ্যতে
আমার শরীর ধুলোতে ঢাকুক, আরও তবু হৃদয়ে আলো...
আসুক, আসুক সমস্ত অন্ধকারের শব পেরিয়ে।


এক কৃতজ্ঞ কৃতকর্ম, মানুষের অপ্রয়োজনের
প্রয়োজনিতায়, আরও সমৃদ্ধ জ্ঞান ঢেলে
সে এক বিজ্ঞাপিত নামকরণের তোড়জোড়
আলোগুলো কোথায় যায়? কোন বিষে, ধূলায় ?
..মা আমি রাজ সন্তান হতে চাই, বাবা রাজা নাইবা ছিলেন...