এক একটা দিনের অন্ধকার জড় হলে,
বিভিন্ন কোলাহল নামে বুকে, সব কথা শোনা
না হলেও, যাবতীয় বা যতটুকু সার, তাতেই
বিদ্রূপে, কত ব্যবধান নিয়ে, দাঁড়িয়ে থাক
কথা থেমে যায়, থেমে যায় লেনদেন এতদিন-কার
পরিচিত কবরে বৃষ্টি নামে, নামে জলে হাহাকার


কি করে এত মুহুর মুহুর বিপন্নতা এনে দেয়
কত যৌবনে বিহ্বল আহ্লাদে হারায় দিশাহারা
অধিকারের নোঙ্গর কেমন পোশাক পাল্টে পালটে
উদোম বাদামি বনে, গত হয় প্রসব, আমাদের দিন
আমাদের দিন সব এমনি বিপন্ন হয়ে এত কোলাহল
বিভিন্ন করে রাখে, ভেদ ভেদা ভেদে, বিভিন্নতা প্রাকৃতিক
রূপে বোধে নেয় চিরকালীন স্থান, আলাদা অন্ধকার !


তুমি কি মানুষ হয়ে এসেছ এমনি মানসী খোঁজে
আলাদা কিছু একটা নয়, বিদ্রূপে ব্যবধানে, দাঁড়ানো
অতীত মুছে, কিংবা প্লাবিত ভবিষ্যতে নিয়ে, দেখ তবে,
কেন এত বিভিন্নতা নেমে আসে বুকে, আমাদের বুকে
কলরব পিছুটানে, পিছুটানে তোমার আমার সাদা সন্তান
এই পৃথিবীর অমৃত মানুষ যারা যুগে যুগে বাদামি বনে
আমাদের কবর খুঁড়ে, ভালোবাসা জড় করে মোছায় ব্যবধান!