আমার থাকা না থাকা তোমার থাকা না থাকার ওপরেই ভর করে আছে,
জীরাতে চাইলেও এই রোদ বাতাস তুমি নিলাম করে নিয়েছ, আরামে
তাই এক পা এগোলেই দিকভ্রান্ত লাগে, পাছে তুমি চলে যাও, তোমার
যাওয়া না যাওয়া আমার থাকা না থাকারই ওপরেই ভর করে থাকে।


গন্তব্য নেই বলেই এত গন্তব্য খোঁজার তাগিদ,
ভোর হলেই বিপন্ন দিনের আলোয়, আন্দোলনে
পা মেলাতে হবে, তোমার পা এর মানচিত্রে,
তোমার দেশের নাগরিকে হতে গেলে, এই শর্ত স্বাভাবিক।
শর্ত, হাতে আগ্নেয়াস্ত্র তোমার শরীরী নিরাপত্তায়
মুহুর মুহুর রক্তাক্ত করবে, হত ছিন্ন অশনির
তারা কেউ বেঁচে নেই বলেই এত বেঁচে থাকার
পারদে ডুবে আছে, আচ্ছন্ন হয়ে আছে, মরে আছে।


বুভুক্ষু প্রচারে তুমি অতি মানবীয় উপাদান, এই অধিকার
তোমার চাই, কাতারে কাতারে মানবিক দেউলিয়া স্লোগান
এই অতি সক্রিয় যৌন পিপাসার মত তোমার চাই, এটাই
তোমার রতি, আনন্দ কিংবা আমার মরেও বেঁচে থাকার কারণ।