অনায়াসে কিছু কথা থেকে যেতে পারে,
সব বলা একবারে কখনো হয়নি আজও,
তুমি থেকে যাও আরও দু'খানি মুহূর্ত
আরও কিছু ঘনিষ্ঠ অন্তর্গত অর্থ ...


জানাতে এসেছি পথ হেঁটে,
মানুষের কাছাকাছি, এতকাল যারা ছিল
তাদের থেকে শিখে, আয়োজন আর
প্রয়োজনে, তুমি বলতেই পার, তা'লে কি
কিছুই নেই নতুন, সকলি ব্যবহৃত,
সবকিছুই শুধু মাত্র সামান্য পরিবর্তন ?


সম্পূর্ণ ভাবেই পরিবর্তন আসুক তাদের ইস্তেহারে,
উদোম প্রতিদ্বন্দ্বিতা তোমার শরীরে ছিঁড়ে
রক্তনালীতে বাঁধা কিছু মুনাফার ইতিবৃত্ত  
কতগুলি মৃত নবী আর ফকিরের অশনি কারবার,
গেরুয়ার নেংটো উল্লাসে কীর্তন পদাবলি
আর কিছু গিরগিটি ফাদারের গেরো সংবিধান
এবার সম্পূর্ণ ভাবেই নেমে বলে দিতে পারে,
এসকল কেউ সব বলেনি বলেই এত
কাল, এত দীর্ঘ সময় ধরে, থেকে গেছে পচে ...


তুমি থেকে যাও, তোমাকে শোনাই আজ
ভোর হবার আলো, তোমাকে দেখাই চল
পাখিদের সুর, দেখ চেয়ে যে সকল শিশু যুদ্ধে
গেছে মরে, তাদের বিবর্ণ অস্তিত্ব,
আরও কিছু ঘনিষ্ঠ অন্তর্গত অর্থ
এতকাল বোঝেনি বলেই
তুমি থেকে যাও আরও দু'খানি মুহূর্ত