একটা অন্তর্বর্তী শূন্যতার রেশে সারাক্ষণ
বেশকিছু গন্তব্য হারিয়ে গেছে, জেনেও
কলঙ্ক আর শিখে আসা এতদিন কার জয় পরাজয়ে
সেই শূন্যতার কাছে এখনো পারিনি জেনে নিতে
কিভাবে বিদায় হলে, কিভাবে নিজেতে নৃশংস হলে
আমার নীরবতার অবতারে, ঈশ্বর -আল্লাহ আবরণ খুলে,
মানুষের অস্তিত্বের পাথর নিয়ে আর শূন্যতা বানাবে না।


মারা গেলে মানুষের বিবেকে রক্ত ঝরে, সে হলেও কি এসে যায়
রক্তাক্ত যৌবন মেয়েটির প্রিয় প্রেম ঝরে গেলে, গুলিতে কি আল্লাহও
বেঁচে থাকে? নাকি চোখের জলে সব কিছু সংবাদ হয়ে তারপর দাড়িয়ে পরি
আর একটা শীতল ভোরের ঝলমল কিছু মানুষের আজীবন শূন্যতায়


ঘরে বাইরে মরে যেতে যেতে কেমন মনে হয়
এ কেমন এক হাহাকার, মাইক ফুরে চীৎকার করে
ডেকে ডেকে সেই দিনের অপেক্ষায় সারাজীবনের পাজী খুলে
যেন প্যারেডে দাড়িয়ে আছি
আল্লাহ ডাকবেন, মৃত সবুজ প্রাণ ফুরে উঠে এসে কিছু শূন্যতায়
প্রাণ দেবে ঢেলে।


কি ক্ষতি, প্রেমেই মানুষের সারাজীবন জড়িয়ে !
আর ধর্মের আবহমান শূন্যতায় !


(প্রেক্ষাপট- প্রেমিককে হত্যা-করল বাবা, ভিন ধর্মের বলে। )