এক তিলোত্তমার কালো বেলার ভোরে
উজাগর উদ্বেগেই আমি দাড়িয়ে থাকি,
কি এই ছায়া সারা মেঘ জুড়ে, সারা বেলা জুড়ে
আজ একি শিক্ষণ জড়ালও মানবিক ভয়ের বাইরে এক ক্ষয়


ভয় চাষ করে করে, কে বানাল এত বারুদের রাষ্ট্র
এক উন্মুক্ত রক্তাক্ত মানবিক শরীর, চরম পিপাসার
ফিসফাস বেহেস্তের নুর
কত দুর, কত রোদ্দুর পুড়ে খসে গেলে, বর্তমানই শুধু জীবন অধ্যায়


আমাদের কিছু কথা, এবারে রাষ্ট্র তুমি শোন
তোমার আঁচল থেকে মুছে ফেল ধর্মের গোলামি,
মুছে ফেল উল্লাস আযান বা মন্ত্রের ফেনিল গোঙ্গানো নোঙ্গর
এ জীবনের এক জীয়নের ব্রাত্য কে একবার বাঁচার দাও সুযোগ

পর-জীবনের মামলায় লাশ বিক্রির বাজারে
এই বারোয়ারি ধর্মের কারাগার দেখ কিভাবে কিলবিল ব্যাঙগাছির মত
তোমার আমার ঘন জমাট পিচের চটে ভেজা রক্তে বেড়ে উঠছে
বেড়ে উঠছে নিহতের পিশাচের নিঃশ্বাসে, নিচ্ছিদ্র ...


আমি দাড়িয়ে থাকি এত তিলোত্তমার কালো বেলার ভোরে
চামড়া থেকে ধর্ম খসে যাছে বেনামি গর্ভপাতের মত...রক্তাক্ত