আমার মধ্যে একটা অসম্পূর্ণ মানুষ, ফিস ফিস করে কথা বলে,
সরু রাস্তা ধরে ক্রমাগত হাঁটতে হাঁটতে, ছায়ার মত পথ আলগায়
যেন তাঁকে চিনে নিতে হবে, সে যতই আমি এড়িয়ে চলি, ততই
আলো - অন্ধকারে তার প্রকার বাড়তে বাড়তে একটা সম্পূর্ণ অসম্পূর্ণ
মানুষ আমার সাথে ফিস ফিস করে কথা  বলে, দিন রাত,সে যেন
কিছুতেই মানতে পারেনা, রোজকার দখলদারি সভ্যতায় তার আততায়ী সে নিজেই।


রক্তের ঘ্রাণ নিতে এ-মৃত্যু আসেনা, এ মৃত্যু বেদনার ছোবলেও কাতর নয়
তবু যেন ঘুমপাড়ানি, ঢলে পড়ে দিগন্তের সমস্ত লেনদেন, চারদিকে সময়
এক উল্লাসের অসাড়তা নিয়ে, সাথে সাথে হাঁটে, ঘুমায় এবং জেগে থাকে
একটু একটু করে শূন্যতার নীরব বলয়ে নিয়ে যাবে বলে,শুরু করে শেষ
সমস্ত বাঁধাগুলো, প্রিয়তমার ঘনিষ্ঠ বন্ধন ভেদ করে আমার জীবাশ্ম জড় হয়
জড় হয় এতদিন-কার দিনলিপি নিয়ে, কতদূর এগিয়ে ছিলাম পূর্ণতার লোভে
কতদূর এগিয়ে ছিলাম, আততায়ীর থেকে দুরে অনেক দুরে তবু তারই সাথে।