আমি কোথায় যাই ?
অক্ষরের চেতনায় ডুবে আমাদের
রূপান্ত্রিত বোধের এক সংগা দুই সংগা জীবন.
ব্যতিক্রমি কিছু যেন অস্বাভাবিক পংগুত্ত
অহর্ণীষ যে জীজ্ঞাসা আমায় ছোবোল হানে
সে যেন নিষিদ্ধ রাজাজ্ঞায়.


বেরি পরিয়েছে মুখে, হৃদয়ে, চেতনায় স্বর্বত্র.
আহ্লাদের বিধাতা বেয়াদব বারোয়ারি পরিবেশনায়
কেমন কেতাবি, কেমন সংগায় বন্দি হয়ে
আমার চৈতন্যের উল্লাসে মেতেছে, চারদিকে কারবালা...
রাজা আজ অজগরি বিবেকহীন বিধাতা
যুদ্ধ চাই যুদ্ধ ...আজ আমাদের শরিরে হিরোশীমার তেজস্ক্রীয় ফনা... সকলের এক নিয়ম, দুই নিয়ম রাজত্বে বাটপারি হুসিয়ারি ...


আমি কোথায় যাই?
আমার না চাই মস্ত বিধাতার বেহেস্তের ঘনঘটা, না চাই বোধের অন্তরালে সে বিবাদ... তিনি আছেন কি নেই... ?
আমার চাই এক সংগাহীন অস্তিত্বের দিনাযাপন .. আমার আল্লাহ .. আমার ভগবান...শুধু আমার.. বারোয়ারি নয়.


if some one can correct my spelling. i know there are spelling mistake.