সব আলো অন্ধকারে শেষ হয় না
সব অন্ধকার ও আলোতে মেশে না
কিছু কিছু আলো আলোতে আর কিছু
কিছু অন্ধকার অন্ধকারেই মিশে যায়.


আজ যারা ভোরে শুরু করে ভোরেই শেষ করল তাদের
বিকন্ঠী হৃদয়ে থামেনি বিকেলের আলো,
হয়ত কিছু কিছু ভোর বিকেল থেকে এসেছিল সুবাস নিয়ে, তাই হাতেখড়ি স্বপ্ন আর উপবাস সংগ
মিলে যেতে চেয়ে দেখেছিল এক বিলাস উচ্ছ্বাস


এত আলো এলো মেলো তবু কিছু কিছু ভোর কেমন
সারাটা দিন এত আলো করে রয়ে গেল....


সব প্রতীক্ষার পরিনতী প্রাপ্তি নয়...
কিছু কিছু প্রতীক্ষার প্রাপ্তি শুধু প্রতীক্ষা.