কথা বলাও অন্যায় তবে বোবা হওয়াই ভাল
কথা বলতে বাধা হলে কিসের জ্ঞানের আলো?
সবাই বলে চুপ করে থাক বলিসনা আর কথা,
তবে কি আজ এই দেশেতে জন্ম নেওয়াই বৃথা?
ন্যায়ের পথে চলতে কেন কিসের এত ব্যথা,
হক কথাটা বলতে কেন কাটা যাবে মাথা।
সাত কোটি বাঙালী মিলে বলতো একই কথা,
তাই বঙ্গবন্ধু পেরেছিল আনতে বাংলার স্বাধীনতা।
অর্ধশত বছর পরে করছো কি সব যাতা,
বঙ্গবন্ধু চেয়েছিল কি এমন স্বাধীনতা?
যে দেশ আমার বঙ্গবন্ধুর রক্তে হল লাল,
অর্ধশত বছর পরে একি দেশের হাল,
মন্দ কাজের ভ্রান্ত কথার করলে প্রতিবাদ,
গুম হবে নয় খুন হবে তার প্রাণ যাবে নির্ঘাত,
তোমরা যারা চুপ থাকো আর চুপ থাকিতে বলো
বলতে পারো কে কতদিন থাকতে পারবে ভালো?
যেদিন তোমার মরণ হবে কেউ পারবেনা রুখতে
হাজার চেষ্টা  করেও তোমায় পারবেনা মারতে,
হক কথাটা তোমার থাকবে ইমান তাজা,
না বললে কাল কিয়ামতে পেতে হবে সাজা
সত্যটাকে সত্য বলতে নাহি যদি পারো,
জন্তু ছাড়া মানুষ নিজকে বলতে চাও কি আরো?
যতই করো বাঁচার ফিকির বাঁচবেনা কো তুমি,
যতই ভয় দেখাও তোমরা পিছবোনা কো আমি,
প্রয়োজনে জীবন টাকে করতে পারি দান,
তবু বিক্রি করতে দিবনা মোর ইমান আর সম্মান,
যেই দেশেতে পাঞ্জাবি আর হিজাব পরা ভুল
সেথায় অশ্লিলতার হাতেখরি দেয় টেন মিনিট স্কুল
দাড়ি থাকলে চাকরি হয়না এটাই আমার দেশ
আল্লাহ রাসুল বিরুধী রা আজ ঘুরছে সদা বেশ
বঙ্গবন্ধুর সৈনিক যারা তারা কিভাবে চলো
জাতির পিতার আদর্শকে মানছো কিনা বলো,
দেশ মানুষকে মুক্ত করার শপথ নিয়েছিল যে,
বুঝলেনা তোমরা কি আকাঙ্খা পুষিয়াছিল সে
তার নামে আজ করছো তোমরা কত গুন্ডাগিরি
তার আদর্শ ও দেশ প্রেম কিছু হৃদয়ে করোনি ভারি,
শেখ মুজিবের জুতা বহনের যোগ্যতা আছে কি তোর?
মনে কি আছে সেই বাণীটি, সকলেই পায় সোনার খনি আমি পেয়েছি চোর,
এই ভাবেই তার কষ্টের কথা বলেছিল সেই দিন,
তার দেওয়া এই বাংলার কভু শোধ হবেনা কো ঋন
আমার লেখা লাইক কমেন্টস হয়না কো তো রিয়্যাক্ট
এতটাই মানুষ নির্বোধ আজ  বুঝতে চায়না ফ্যাক্ট,
মানবতা আজ বিপন্ন হয় বিত্তবানদের কাছে,
উচিত কথা বললেই ভাবে......  এর গন্ধ আছে,
শেখ হাসিনার লাখ উন্নয়ন ধুলোয় যাচ্ছে মিশে,
কেউ কি ভাবোনা এত কিছুতেও খুশি নয় ওরা কিস?
এই কথাকেও বলবে তোমরা সরকার বিরুধীতা,
আসলে তা নয় অপরাধ তাই, অপরাধ দেখে চরম নিরাবতা,