"বেসরকারী  চাকুরী"


        এস এম সাইফুল ইসলাম


মনগড়া মতবাদে চালায় শাসন
পারেনা গোছাতে তবু বড় আসন,
ভাষা জ্ঞান লাগেনা, কালক্ষণ বোঝেনা,
চাটুকারীতে সদা পাক্কা,
সময় খুঁজে ওরা, সুযোগ বুঝে সদা
আত্মপ্রিতিতে মারে ছক্কা,


আসল মেধাবী যারা, চরম হেলায় তারা,
তবু- চেষ্টা চালায় যথা সাধ্য,
আসল মুল্যায়ন যদি হয় আনায়ন
দলটি লক্ষ্যে যেতে বাধ্য,
কেউ এটা বুঝেনা ভাল মন্দ খুজেনা,
নিজের ইচ্ছা শেষ কথা,
ইচ্ছার বিপরীতে, পারবেনা কেউ যেতে,
যতই কষ্ট আর পাক না কো ব্যাথা।
করার কিছুই নাই, যতই বিচার চাই,
তার হাতে আমার এ চাকুরী,
এটাই স্বাভাবিক, যত হও নির্ভীক
এটা -নিয়ম বে-সরকারী,
মালিকের ইচ্ছায়,  সবই যেন হয়,
নেই কোন নিয়মের সারি,
কাউকে দেবে দশ,  কেউকে বাড়ী-গাড়ী,
থাকে বেতন বৈষম্য ভারী,
কারণ, এটা বেসরকারী চাকুরী,


বিচারের নামে সদা হয় অবিচার,
অপরাধী নয় যে, সাজা হয় তার,
কিছু লোক আছে ওরা শুধু চাটুকার,
পরের গীবত করে লাগায় হাহাকার,
নিজে একটু থাকতে ভাল, দিনকে বানায় রাত,
একটুও ভাবেনা ওর কি, আছে ভবিষ্যৎ,
ক্ষণিকর লাগি ওরা এত নীচে নামে,
ভাবেনা কি আছে ওর বামে কিংবা ডানে,
এসব পিচাশদেরও মেনে নিতে হয়,
কারণ এ চাকুরীটা সরকারী নয়।
সরকারী চাকুরীতে আছে নিয়ম গাঁথা,
কেউ বলবেনা কোন মনগড়া কথা,
বেতন বোনাসেও আছে সঠিক ধারা,
যার যত পাওনা পাবেই তারা,
নেই কোন কৃপনতা নেই কোন ফন্দি,
শত্রু হলেও কভু লাগেনা কো সন্ধি।
কারণ, ওটা সরকারী চাকুরী,
আমরা করি বে-সরকারী চাকুরী।
তাই যাকে যা দিয়া পারি।
কারণ, এটা বে-সরকারী।