আজকের দিনটিকে রাখিও স্মরণ
হয়না যেন এটা বেদনার কারণ।
তাই ভেবে চল যদি প্রতিদিন রাত
অমানিষা কেটে বয়ে আসবে প্রভাত
দিনে দিনে আজি যেন বেড়ে গেছে ঋণ,
শোধ হয়ে আসবে সেই আশার সুদিন।
তোমরা যারা আজ, করছো হেলা
সেদিন তোমাদের বাড়বে জ্বালা।
পারবেনা কিছু করতে সেদিন আর
যতই তোমার থাকুক অহংকার।
সেদিন আমি হাসব বসে মুক্ত
তুমি চেয়ে থাকবে  হয়ে রিক্ত।


যেদিন আবার  আসবে সুদিন ফিরে,
কত ভাবনা আসবে তোমায় ঘিরে।
পৃথিবীটা যদি রয় আগের মতন
আমায় করবে ওরা অনেক যতন,
দিয়েছিল মন ভরে অবহেলা যত,
বুক ভরা ভালবাসা দিতে চায় তত।
ওদের ছলনা বড় বিপদজনক
এই আছে এই নাই হয় আচানক।
তাই সদা থাকো হয়ে সত্যে অটল
কেউ কভু পারবেনা ধরাতে ফাটল,
যতই বাজুক না কেন বিরহের বিন
একদিন আবার ফিরে আসবে সুদিন।